আত্মমর্যাদা
Updated: Apr 1, 2020
নীহার বিন্দু।
কী এক উন্মাদনা ভোরের শিশিরে।
শরীরী বিন্দু রাখে ধরে অস্তিত্ব তার
পার্থিব টান এর ঊর্ধ্বে অস্তিত্বের গরিমা।
দুর্বাসম সখা তার উঁচিয়ে ডগা,
হীরাদ্যুতি পলকে ধাঁধায়-
ক্ষণিক এর তরে।
মুহূর্তেশোষিত হবে তেজস্বী কিরণে
জেনে ও -
লুটিয়ে বশ্যতা নয়, নিজস্ব খুইয়ে।
আসবে বার বার -
কারো ক্ষতি নয়, শুধু -
কবির কলমে -একটি ধানের শিষে'-
স্ব মহিমায় অবস্থানে।
ছবি মাইতি
6 views0 comments