এক চিলতে রোদের ছায়া!
Updated: Apr 1, 2020
তুমি তো পুজোর আলোর মত ঝলমল,
আমি কচুপাতায় জলের মত টলমল,
আমি ঘাসের ডগায় প্রদিপের আলো হতে চাইলেও নিভে গেছি সকালের রোদে-
ফুটপাথের সোডিয়াম আলোতে ফিরে এসেছি বারে বারে -- শুধু তোমার সাইরেন এর উল্লাসে!
ভেসে গেছি অগোছাল জীবনের ডাইরিতে,
ভিজে হাওয়ায় শুকিয়ে নিয়েছি আমার সব কথা -
তোমার রান্না-ঘরের তেল-পড়া বাসনে নিজের ঘুন ধরা মুখের প্রতিফলনে চমকে গেছি -
ভুলে গেছি কোথায় রেখেছি জানালায় ধরে রাখা এক চিলতে রোদের ছায়া!
তুমি এসে খুজে দিয়ো শুধু, আমি জেগে থাকব সারা দুপুর- তোমার ছায়ার দিকে তাকিয়ে!

26 views0 comments