
ভালবাসা একটি কবিতা
Updated: Apr 1, 2020
ভালবাসা।
শান্তিনিকেতনি ব্যাগ কাঁধে নিলেই,
যেমন কবি হওয়া যায় না
তেমনি ভালবাসি বললেই
ভালবাসা হয় না।
তুমি নমকি খেতে ভালবাস বলে -
যে ছেলেটি যানবাহন হীন পথে
৮ কিমি পায়ে হেঁটে তোমার জন্য
নিমকি নিয়ে এলো
সেই তো ভালবাসার স্বাদ
মুখে নেই কথা চোখ আসে জল
--এই তো ভালবাসা।
