
যেসব ছেলে মেয়েরা চাকরি বাকরির জন্য বাইরে থাকে, বাবা মায়েদের জন্য ।
Updated: Apr 1, 2020
দূরে নয় ।
এই যে বাবা মা আসবে বলে ছুটির দিনে না আরাম করে, ঘরদোর গুছিয়ে, তোমাদের পছন্দের বাজার করা,
আর কতদূর ঘড়ি ঘড়ি খবর নেওয়া, উন্মুখ হয়ে দাঁড়িয়ে দোরগোড়ায়।
আসার আনন্দে বহুদিনের পর বৃষ্টি আসার মতো আপ্লুত হয়ে চোখের কোন চিকচিক করে,হাত বাড়িয়ে মাথা নুইয়ে দিলো।
তবুও কি বলবে তোরা লেখাপড়া করে দূরে হয়ে গেলি।