A Short Trip To Gangani(The Grand Canyon Of West Bengal)

Updated: Apr 1, 2020

্শীতের সকালে আমরা ক'জন ঘুরে এলাম পশ্চিম মেদিনীপুর জেলার #গনগনি(গড়বেতা থানার অন্তর্গত)। ল্যাটেরাইট মৃত্তিকায় গঠিত এখানকার ভূমিরূপের বৈচিত্র্য সত্যিই অবর্ণনীয় । প্রকৃতির খামখেয়ালিপনায় গড়ে উঠেছে অপরূপ ভাস্কর্য....প্রথম দেখাতেই মনে হবে, যেন কোনো প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ...কোথাও মন্দির তৈরী হয়েছে, কোথাও দূর্গ তৈরী হয়েছে, কোথাও বা মনে হচ্ছে হাতির শুঁড়, কোথাও যেন সিংহ দাঁড়িয়ে আছে...একই অঙ্গে বহুরূপের এমন সমাহার সত্যিই বিরল। যুগ যুগ ধরে শিলাবতী নদীর ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠা এই অঞ্চল 'পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন' নামেও পরিচিত ।

ভৌগোলিক গুরুত্ব ছাড়াও এই অঞ্চল পৌরাণিক ও ঐতিহাসিক দিক থেকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। জনশ্রুতি অনুসারে, পান্ডবরা অজ্ঞাতবাসকালে কিছুদিন এই অঞ্চলে অবস্থান করেছিলেন এবং এখানেই কুন্তীপুত্র ভীমের হাতেই ভয়ানক বক-রাক্ষস নিহত হয় । কেউ কেউ বলেন, বকাসুরের হাড় দিয়েই তৈরী এই ভূমিরূপ । ঐতিহাসিকদের মত অনুসারে,চুয়াড় বিদ্রোহের অন্যতম নায়ক অচল সিং এই অঞ্চলে তাঁর দলবল নিয়ে আস্তানা গেড়েছিলেন....পরবর্তীকালে ইংরেজদের হাতে তিনি বন্দী হন এবং এই গনগনির রুক্ষপ্রান্তরেই তাঁকে ফাঁসি দেওয়া হয় ।

শিলাবতীর তীরে সূর্যোদয় বা সূর্যাস্তের মুহূর্তে গনগনি হয়ে ওঠে লাবণ্যময়ী...আর দ্বিপ্রহরে যেন গনগনে আগুনের ন্যায় !

যাহোক,সবদিক বিচার করে নিঃসন্দেহে একথা বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের 'কলোরাডো' নদীর গ্র্যান্ড ক্যানিয়নের থেকে আমাদের রূপবতী শিলাই(শিলাবতী)-এর বৈচিত্র্যময় ভূমিরূপ কোন অংশেই কম নয় ম বিখ্যাত (যেমন, সর্বমঙ্গলা মায়ের মন্দির উল্লেখযোগ্য) দেখে আসতে পারেন ।

যাহোক,সবদিক বিচার করে নিঃসন্দেহে একথা বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের 'কলোরাডো' নদীর গ্র্যান্ড ক্যানিয়নের থেকে আমাদের রূপবতী শিলাই(শিলাবতী)-এর বৈচিত্র্যময় ভূমিরূপ কোন অংশেই কম নয় ম বিখ্যাত (যেমন, সর্বমঙ্গলা মায়ের মন্দির উল্লেখযোগ্য) দেখে আসতে পারেন ।

"বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে" যাওয়ার দরকার নেই ...ঘর থেকে দু'পা ফেলেই আপনি ঘুরে আসতে পারেন এমন সুন্দর এক পিকনিক স্পট থেকে ।

পথ নির্দেশ :যে কোনো উপায়ে গড়বেতা পৌঁছাতে হবে আপনাকে । হাওড়া থেকে সকালে রূপসী বাংলা এক্সপ্রেসে বা শালিমার থেকে আরণ্যক এক্সপ্রেসে গড়বেতা স্টেশনে নেমে সেখান থেকে টোটোতে প্রায় ২ কিলোমিটার দূরেই আপনার গন্তব্যস্থল। গড়বেতা কলেজের গেটের উল্টো দিকের লাল মোরামের রাস্তা ধরে কাজুবাদামের মধ্য দিয়ে একটু গেলেই শিলাবতী নদীর পাড়ে গনগনির পিকনিক স্পট ।


54 views0 comments

Recent Posts

See All