
একটি ছোট্ট বাংলা কবিতা
Updated: Apr 1, 2020
বাংলার মাটিতে পা পড়ুক না পড়ুক...বিশ্বের দরবারে পড়া চাই!
তাই আদা-জল খেয়ে পড়া -শোনা টা করা তুলসী-তলায় মাথা ঠুকে!
সন্ধ্যে নামার আগে প্রদীপ জ্বেলে মশা তাড়ানোর ধূপ-টাও -
কবিতা চুলোয় যাক! অঙ্ক-টা আসা চাই - কিম্বা বায়োলজি !
পুকুর-ঘাটে কলসি ডুবে গেলেও পরীক্ষা ডুবলে জীবন খাবি খাবে!
তখন বিশ্বের দরবারের রাস্তা খুঁজে আর পাওয়া যাবে না!
নেড়া হয়ে বেলতলা-ও আর যাওয়া যাবে না! -
কিন্তু একবার পৌঁছে গেলে - দুরর ছাই আমি কি পারব বানাতে -
বাঙালি মাছের ঝোল গাইতে হয়!