
কবিতাঃ সমঝদার (মাথুর দাস)
বেগুনের যে গুণ জানে পোকায়
কখনও সে গুণ যদি জানতো
মানুষের চালাক এবং বোকায়,
বেগুন যে গুণের আকর, মানতো ।
সেগুনের যে গুণ জানে ঘুণপোকা
থাকত সে গুণ যদি সদ্-অসদের,
বুঝলেও, হয় যে হেসে খুন বোকা,
লেগুনের তফাৎ কীসে লেক ও হ্রদের !
বোঝে কি না-বুঝ মানুষ এ গজবে
মিছে ঐ হিসেব-নিকেশ জাবদা-খাতা,
হায়রে সে গুণ যদি থাকতো তবে
ঘিলু কি ধোলাই হোতো, সাদার সাদা ?