কবিতাঃ তবুও জেগে ওঠে প্রাণ (শুভজিৎ বোস)
পৃথিবীর কোণায় কোণায় লুকিয়ে কষ্ট
বিপদ সীমান্তে বাজে শঙ্খ,কাঁসর,উলুধ্বনী।
মৃত্যু যন্ত্রণায় ছটফট করে উন্নত সমাজ !
মাতৃভুবনের বুকের ওপর দিয়ে পিষে চলে যায় বুলডোজার !
ভাঙে শৈশব,ভাঙে যৌবন,ভাঙে বার্ধক্য।
স্বপ্নের চাদর পেতে রাখে দাম্পত্য জীবন,
আকাশের চাঁদ জোৎস্না-সাম্রাজ্যে কালো পতাকা ওড়ায়।
সংসারী পৃথিবী বৈশাখী পূর্ণিমাকে কবর দিতে চায় একাকীকত্বে !
তবুও বৈশাখ আসে গাছে কৃষ্ণচূড়া নিয়ে,
চৈত্র চলে যায় ফাগুন-পলাশ বুকে করে,
জেগে থাকে নদী-সমুদ্র,ফুটে থাকে মানুষের মনের ইচ্ছেকুসুম।
মৃত্যু দাবানল ছুঁটে আসে রাজপথ থেকে গলিতে,
বুকে সাহস নিয়ে পৃথিবীতে জন্ম নেয় রাষ্ট্রদূতেরা
যুদ্ধের প্রতাপে জ্বলে পুড়ে খাঁক হয়ে যায় সন্ত্রাসের চিহ্ণ,
অবসর সাম্রাজ্যে আবার প্রজাপতিরা ছুটে আসতে চায় রঙ নিয়ে,
আকাশের বুকে পাখা মেলতে চায় পাখিদের সাড়ি,
অন্ধকার পৃথিবী আবার আলোময় হয়ে ফিরে আসতে চায় সভ্যতার উঠোনে।
। শুভজিৎ বোস ।
নকশালবাড়ি,জেলাঃদার্জিলিং,
কবি পরিচিতি
প্রাথমিক শিক্ষক।দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকা ও সংবাদপত্রে লেখালেখি করেছেন এবং সঙ্গীতের নেশা আছে, টিভিতে অনুষ্ঠান ও বিভিন্ন ছোট-বড় মঞ্চে সঙ্গীত পরিবেশনের অসংখ্য অভিজ্ঞতা রয়েছে।
