কালপুরুষ - কবিতা
( সাহিন কবির )
/ কালপুরুষ আজও দাঁড়িয়ে থাকে রোজ
হাতে তাঁর সেই পুরনো ধনুকটাই,
হারিয়ে গেছে শুধু সেই মনোরম সন্ধে গুলো,
ঝিরঝিরে বাতাস আর তারাময় আকাশটাই।
কালপুরুষ আজও দাঁড়িয়ে থাকে ওখানে
মাথাটা সদর্পে উচুঁ করে,
হারিয়ে গেছে শুধু কিছু মানুষ
যারা আড্ডা দিত রেডিওটার চারপাশে বসে ।
কালপুরুষ এখনো দাঁড়িয়ে থাকে ওখানে
শক্ত করে বাঁধা উজ্জ্বল কোমর-বন্ধ,
হারিয়ে গেছে শুধু ছেলে গুলো,
পকেটে থাকা মার্বেল গুলোর ঝনমন শব্দ।
কালপুরুষ আজও দাঁড়িয়ে থাকে সেখানে
যুদ্ধোদ্যত বাম পা-টা হাঁটু থেকে বাঁকানো,
হারিয়ে গেছে শুধু প্রেমিক-প্রেমিকা গুলো
কোলে মাথা রাখা প্রেম ভরে তাকানো।
কালপুরুষ আজও দাঁড়িয়ে আছে সেখানেই,
কোমরে বাঁধা সেই ধারালো তরোয়াল,
খুঁজে পাই না জোনাকি গুলোর মিট মিট আলো,
আর তাদের পিছনে ছুটে বেড়ানো ছেলের দল।
-----সাহিন কবির